রিজনিং থেকে আরও প্রশ্ন

Show Important Question


61) Hockey : India : : Baseball : ? / Hockey : India : : Baseball : ?
A) Canada/ কানাডা
B) Mexico/ মেক্সিকো
C) England/ ইংল্যান্ড
D) America/ আমেরিকা

62) The next term in the sequence 4, 10, 22, 46, ... is — / 4, 10, 22, 46 ........ সারির পরবর্তী পদটি হলো —
A) 66
B) 76
C) 56
D) 94

63) Among the six persons A, B, C, D, E, F there are three married couples of which A, C, E are husbands ; B, C, D are cousins and B is not wife of A. Then husband of B is- / A, B, C, D, E, F এই 6 জন ব্যক্তির মধ্যে 3 টি বিবাহিত দম্পতি আছে যাদের মধ্যে A, C, E হচ্ছে স্বামী । B, C, D পরস্পর সম্পর্কে ভাই বোন । B, A -এর স্ত্রী নয় তাহলে B এর স্বামী হবে —
A) C
B) A
C) E
D) F

64) There are 15 chairs in a row. Positions of P is at the middle, Q is at 12th position couning from the right. How many chairs are there in between P and Q ? / একটি সারিতে 15 টি চেয়ার আছে । P -এর অবস্থান মাঝখানে । ডানদিক থেকে গোনা হলে Q এর অবস্থান 12 তম স্থানে । P এবং Q এর মাঝে কয়টি চেয়ার আছে ?
A) 4
B) 5
C) 2
D) 3

65) In a family, there are six members A, B, C, D, E, F. A and B are married couple. D is the only son of C. A is father of E, who is grand daughter of F, whose husband has died and C is brother of A. How many male members are there in the family ? / একটি পরিবারে A, B, C, D, E, F এই 6 জন সদস্য । A এবং B বিবাহিত দম্পতি । D, C -এর পুত্র, A, E এর বাবা এবং E, F এর নাতনি, F এর স্বামী মারা গেছেন এবং C, A এর ভাই । ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছেন ?
A) 2
B) 4
C) 3
D) 5

66) In a certain code KOLKATA is coded as 111512110120001. How BENGAL is coded ? / KOLKATA কে সাংকেতিকভাবে 11151211012001 লেখা হলে BENGAL কে কী লেখা হবে ?
A) 020514070112/ 020514070112
B) 023014210311/ 023014210311
C) 031721250710/ 031721250710
D) None of the above/ উপরের কোনোটিই নয়

67) If CABLE is coded as XZYOV, a possibility code of YZXP is - / যদি CABLE -এর সংকেতলিপি হয় XZYOV তবে YZXP কার সম্ভাব্য সংকেতলিপি ?
A) BABY
B) BACK
C) CELL
D) BELL

68) How many 9's are sandwiched between 6 and 7 in 696996676979669779667 ? / 696996676979669779667 -এর মধ্যে কতকগুলি 9, 6 এবং 7 -এর মধ্যে পড়ে চাপের চোটে পিষ্ট হবে ?
A) 2
B) 3
C) 4
D) 5

69) The 4th term of the following alphabet series ZXYM, VTUS, RPQO, _____ , JHIG is / নিচের অক্ষর শ্রেণির চতুর্থ পদটি হল —
ZXYW, VTUS, RPQO, ?, JHIG

A) LNKM
B) NLKM
C) NLMK
D) LNMK

70) A man started walking towards south. After moving 4 km he turned towards east and walked 6 km. Again he turned towards north and walked 12 km. How far he is from the starting point ? / এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন । 4 km যাওয়ার পর তিনি পূর্ব দিকে ঘুরলেন এবং 6 km গেলেন । আবার তিনি উত্তর দিক অভিমুখে 12 km গেলেন । যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত km দূরে আছেন ?
A) 18 km
B) 14 km
C) 10 km
D) 22 km

71) If the seqence of the alphabets is reversed which of the following would be the 14th letter from your left ? / বর্ণমালার অক্ষরগুলি বিপরীত ভাবে সাজালে 14 নং অক্ষরটি হল
A) N/ N
B) L/ L
C) O/ O
D) None of the above/ উপরের কোনটিই নয়

72) Paint : Artist : : Wood : ?
A) Furniture
B) Forest
C) Fire
D) Carpenter

73) acme : mace : : alga : ?
A) glaa
B) gaal
C) laga
D) gala

74) In a certain code 'CONTRIBUTIOR' is written as 'RTNOCIROTUB'. How is 'PROHIBITION' written in that code ? / Code System এর ফলে ‘CONTRIBUTOR’ যদি হয় ‘RTNOCIROTUB’ তবে ‘PROHIBITION’ হবে
A) NOITIBIHORP
B) IHORPBITION
C) ITIONBIHOTP
D) IHORPBNOITI

75) If 'CAT' and 'BOAT' are written as 'XZG' and 'YLZG' respectively in a code language how is 'EGG' to be written in the same language ? / যদি ‘CAT’ এবং ‘BOAT’ যথাক্রমে ‘XZG’ এবং 'YLZG’ হয় তবে ‘EGG’ হবে
A) 'VSS'
B) 'URR'
C) 'VTT'
D) 'UTT'

76) If water is called black, black is called tree, tree is called blue, blue is called rain, rain is called pink and pink is called fish in a certain language then what is the colour of sky called in that language ? / কোন ভাষায় water কে বলে black, black কে tree, tree কে blue, blue কে rain rain কে pink, pink কে Fish বলে তবে Colour of sky কে ঐ ভাষায় কি বলে ?
A) Blue
B) Fish
C) Rain
D) Pink

77) A man walks 3 km northwards and then turns left and goes 2 km. He again turns left and goes 3 km. He turns right and walks straight. In which direction he is walking now ? / একজন লোক হাঁটিয়া 3 km উত্তরে, বাম দিকে 2 km গেল, তার পরে সে আবার বাম দিকে 3 km গেল । তারপরে ডান দিকে সোজা হাঁটিলে সে কোন দিকে এখন ?
A) East/ পূর্ব
B) West/ পশ্চিম
C) North/ উত্তর
D) South/ দক্ষিণ

78) Three of the following four are alike in a certain way and so form a group. Which is the one that does not belong to that group ? / কোনো নিয়মে তিনটি একই রকম, তবে বিজাতীয় কোনটি ?
A) Cheese/ পনির
B) Milk/ দুধ
C) Curd/ দই
D) Ghee/ ঘি

79) One morning after sunrise Bikram and Shailesh were standing in a lawn with their back towards each other. Bikram's shadow fell exactly towards left-hand side. Which direction shailesh was facing ? / একদিন সকালে সূর্য উঠার পরে বিক্রম এবং শৈলেশ উঠানে পরস্পরের বিপরীত মুখি হয়ে দাঁড়িয়ে, বিক্রমের ছায়া যদি বাম দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে ?
A) East/ পূর্ব
B) West/ পশ্চিম
C) North/ উত্তর
D) South/ দক্ষিণ

80) In an examination Raj got more marks than Moti but not as many as Meena. Meena got more marks than Ganesh and Rupali. Ganesh got less marks than Moti but his marks are not the lowest in the group. Who is second in the descending order of marks ? / কোন পরীক্ষায় রাজ মতির থেকে বেশী নম্বর পায় কিন্তু মীনার মতো নয় । মীনা পায় গণেশ এবং রূপালির থেকে বেশী, গণেশের নম্বর মতির থেকে কম কিন্তু তার নম্বর এদের মধ্যে সবচেয়ে কম নয় । যদি নম্বরগুলিকে নিম্নমুখি সাজানো হয় তবে দ্বিতীয় স্থানে কে ?
A) Meena/ মীনা
B) Rupali/ রূপালি
C) Raj/ রাজ
D) None of the above/ উপরের কোনটিই নয়